কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের ধান ক্ষেত থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণী একই গ্রামের আনা মিয়ার মেয়ে আসমা আক্তার (২০)। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও পরিবারের সূত্র জানায়, বুধবার রাত ১২টা পর্যন্ত আছমা ঘরে ছিল। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির পাশের ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত আব্দুল্লাহ আল মাহফুজ জানান, বাড়ির পাশের ধান ক্ষেত থেকে আছমার লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ নির্ণয় করতে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/শরীফ