আজ ২১ এপ্রিল ফরিদপুরবাসীর জন্য একটি শোকাবহ দিন। মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে পাক হানাদার বাহিনী ফরিদপুরে প্রবেশ করে। শহরের প্রবেশমুখে অবস্থিত শ্রীঅঙ্গন আঙ্গিনায় হামলা চালিয়ে কীর্তনরত ৮ সাধুকে নির্মমভাবে হত্যা করে। দিনটি স্মরণে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুর-১ আসনের সাবেক সংষদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ, ফরিদপুর জেলা শাখা।
নুর মোহাম্মদ বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ নিজে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নাজমুল কবির মনির, আবদুর রহমান বেপারী, আবদুল ওয়াদুদ, আবুল হোসেন, আলতাফ হোসেন, হেমায়েত হোসেন, রুস্তম আলী প্রমুখ। পরে প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট বিতরণ করা হয়। সকালে শ্রীঅঙ্গন আঙ্গিনায় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা জাসদসহ বিভিন্ন সংগঠন।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/শরীফ