বাংলাদেশ নৌ-যান শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে সারা দেশের মতো পটুয়াখালীতেও চলছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট। ধর্মঘটের কারনে আজ বৃহস্পতিবার সকাল থেকে সকল রুটের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে নৌপথে পন্য আনা-নেওয়া করতে না পারায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। জেলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এদিকে গতকাল বুধবার বিকেলে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে আসা ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-১১ ও এমভি কাজল-৭ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী নদী বন্দর ঘাটে আসলেও বিকেলে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না বলে নিশ্চিত করেছে পটুয়াখালী লঞ্চ ঘাটের ইজারাদার এস.এম.ফারুক। অপরদিকে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের যাত্রী ও পন্য পরিবহন এখনও অনেকটাই নদী ও লঞ্চ নির্ভর হওয়ায় ধর্মঘটের কারণে জেলার সার্বিক অর্থনীতির চাঁকা অনেকটাই স্থবির হয়ে পড়বে বলে মনে করছেন জেলার ব্যবসায়ীরা।
এদিকে লঞ্চ ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন ঘাটে কর্মরত কয়েকশ' ঘাট শ্রমিক। কাজ না থাকায় বন্ধ হয়ে গেছে তাদের রোজগার। তাদের দাবি মালিক ও লঞ্চ শ্রমিকরা দ্রুত আলোচনার মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহার করুন।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ