ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও একলাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় হেমায়েত হোসেন (৫০) নামে এক আন্ত:জেলা ডাকাতকে আজ বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ। সে মাগুরাসহ বিভিন্ন থানার সাতটি ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলার আসামি।
১৯৯৮ সালে বিডিআর চুয়াডাঙ্গা অঞ্চলে চাকরি করাকালে অনৈতিক কাজের অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে সে আন্ত:জেলা ডাকাত চক্রের সাথে জড়িত হয়। বিশেষ করে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই করে আসছিল।
মাগুরা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ জানান, গত ১৯ এপ্রিল দুপুরে খলিলুর রহমান নামে এক কাঠ ব্যবসায়ী মাগুরা একটি ব্যাংক থেকে একলাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাগুরা-যশোর সড়কের কাটাখালী-জাগলা এলাকায় হেমায়েত ও তার দল মাইক্রোবাসযোগে পিছু ধাওয়া করে ডিবি পুলিশ পরিচয়ে জোরপূর্বক তাকে মাইক্রেবাসে তুলে মাগুরা শহরের দিকে রওনা হয়। পথিমধ্যে ভয়-ভীতি দেখিয়ে ব্যবসায়ী খলিলের কাছ থেকে একলাখ টাকা কেড়ে নিয়ে শিমুলিয়া এলাকায় ছেড়ে দেয়। খলিলুর রহমান এ ব্যাপারে থানায় মামলা করে। মামলার সূত্র ধরে পুলিশ মাগুরা শহরের বিভিন্ন স্থানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহজনকভাবে একটি মাইক্রোবাস শনাক্ত করে। বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেমায়েতকে গ্রেফতার করে পুলিশ। এর আগে পুলিশ মাইক্রোবাসের মালিক বদরুজ্জামান ও চালক লালনকে আটক করে। হেমায়েতের নামে ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন থানায় সাতটি ডাকাতি, অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ