সাতক্ষীরার আলীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম বিল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার ভোমরা-আলীপুর সড়কের ঢালীপড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ একই গ্রামের জাবের আলীর ছেলে।
এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকসহ চালক রায়হানকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। চালক রায়হান পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, মাসুম বিল্লাহ তার মায়ের সাথে বাড়ির সামনে রাস্তায় বিচলী বিছিয়ে দিচ্ছিল। এক পর্যায়ে তার মা বাড়ির ভিতর বিচলী আনতে গেলে ভোমরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক (নবাবগঞ্জ ট-০২-০০১২) মাসুম বিল্লাহকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকসহ চালককে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ তার ড্রাইভারকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ