ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রাহাতকে কুপিয়ে আহত করার মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বারচালস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি শফিকের ভাড়াটিয়া দোকানে হামলা ও লুটপাটের মামলার অন্যতম আসামি রাহাতকে বুধবার দুপুরে শফিক ও ছাত্রলীগ নেতা শেখ সজিবের নেতৃত্বে একটি গ্রুপ কুপিয়ে আহত করে। রাহাত বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। রাহাতের মাথা, পিঠ ও হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিলসাদ জানিয়েছেন। এ ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি শফিক, ছাত্রলীগ নেতা শেখ সজিবসহ ৭ জনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন- হত্যা চেষ্টা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।
জানা গেছে, ১৩ এপ্রিল শহরের বারচালার সামনে জেলা ছাত্রলীগের সভাপতির ভাড়াটিয়া দোকানে টাকা লেনদেনকে কেন্দ্র করে হামলা চালিয়ে ভাংচুর করে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফজলুল হক আজিম, সদর উপজেলার সভাপতি রফিকুল ইসলাম রাহাত ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জলের নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ। এ ঘটনায় রিপন দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। রিপন বর্তমানে বরিশাল হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, রিপনের চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাল হবার সম্ভাবনা খুব কম। চিরতরে চোখটি নষ্ট হয়ে যেতে পারে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের হলে আজিম, রাহাতসহ অন্য আসামিরা পলাতক ছিল। পরবর্তীতে তারা প্রকাশ্যে আসলেও অজ্ঞাত কারণে পুলিশ তাদের গ্রেফতার করেনি।
ঝালকাঠি সদর থানার ওসি মাহে আলম বলেন, রফিকুল ইসলাম রাহাতকে কুপিয়ে আহত করার ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ