শেরপুরের প্রত্যন্ত গ্রাম চরখার চর থেকে বৃহস্পতিবার দুপুরে ১৮৮ পিছ ইয়াবাসহ মো. আব্দুল্লাহ (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। পরে তাকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।
র্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চরখার চর সাতানী দক্ষিণ পাড়া গ্রামে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর নাঈম আবদুল্লাহ এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহর দেহ তল্লাশি করে ১৮৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তার সাথে থাকা একটি মোবাইল সেট ও ২টি মোবাইল সিম জব্দ করা হয়। পরে তাকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ