চিকিৎসকদের ডাকা ধর্মঘটে রোগীশূন্য হয়ে পড়েছে মাদারীপুর সদর হাসপাতাল। এ নিয়ে বিপাকে রয়েছে মাদারীপুর জেলাবাসী।
শুক্রবার ভোরে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এই ঘটনার জের ধরে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে শুক্রবার সকাল থেকে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় চিকিৎসকরা। আজ দ্বিতীয় দিনে ধর্মঘটে অচল রয়েছে হাসপাতাল।
শনিবার সরেজমিনে মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ড ও মেডিসিন ওয়ার্ডে কোন রোগী নেই। লেবার ওয়ার্ডের অধিকাংশ রোগীও চলে গেছেন। কয়েকজন রোগী থাকলেও তাদের কোন রকম চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না।
সোহাগ নামে এক ডায়েরিয়ায় আক্রান্ত রোগী সেবা নিতে আসলে তাকে ক্লিনিকে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে সকাল ১১ টায় দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে মানববন্ধন করেছে চিকিৎসকরা। মানববন্ধন শেষে সকাল সাড়ে ১১ টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক আবু সফর, একরাম, বাসেত, রিফাতসহ বেশ কয়েকজন চিকিৎসককে দেখা গেছে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দিতে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ এ প্রতিবেদকের হাতে রয়েছে।
ঝর্না নামে সিজারের এক রোগীর স্বামী আজিজ জানান, গতকাল (শুক্রবার) থেকে ডাক্টাররা আসে না। পানি ও বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে। হাসপাতালের খাবার সরবারহও বন্ধ। আমরা গরীব মানুষ কোথায় যাবো।
সুমি নামের এক রোগীর পিতা বাচ্চু বলেন, ‘নার্সরা আমাদের বলছে ক্লিনিকে চলে যেতে। আমরা গরীব মানুষ ক্লিনিকের খরচ পাবো কোথায়।’
এ ব্যাপারে মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলীপ কুমার মন্ডল বলেন, দোষিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। তবে রোগীদের ভোগান্তি প্রসঙ্গে কিছু বলতে রাজি হননি তিনি।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/ হিমেল-০৬