চুয়াডাঙ্গায় বৃষ্টির দেখা নেই। টানা ১৫ দিন ধরে চুয়াডাঙ্গায় চলছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। এতে মানুষসহ সব প্রাণিকেই কষ্ট পেতে হচ্ছে। তাপপ্রবাহের কারণে শনিবার থেকে চুয়াডাঙ্গা শহরের দুটি সরকারি স্কুলে মর্নিং শিফট চালু করা হয়েছে। এছাড়াও জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চারদিন আগে থেকেই শরু হয়েছে মর্নিং শিফট।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার ব্যবসায়ী মিলন হোসেন জানান, তীব্র রোদের কারণে দিনের বেলায় কাজ করা যাচ্ছে না। দিনে মানুষ বাইরে আসতে পারছে না বলে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা জানান, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। শিশুরাও আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, দক্ষিণ ও পশ্চিম থেকে ধেয়ে আসা গরম বাতাসের কারণে তাপমাত্রা এত বেশি।
বিডি-প্রতিদিন/ ২৩ এপ্রিল, ২০১৬/ রশিদা