ফরিদপুরের নগরকান্দায় ‘দৈনিক সংবাদ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজান বাবুকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনার পর সাংবাদিক মিজান বাবু চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে জাতীয় পত্রিকায় নগরকান্দার একটি স্কুলের শিক্ষকের হাতে ছাত্রী লাঞ্ছিতের ঘটনা প্রকাশিত হয়। এ ঘটনায় সন্ত্রাসীরা তাকে দোষারোপ করতে থাকে। শনিবার রাতে তাকে ফোন করে দেখে নেবার হুমকি দেয়ায় পাশাপাশি বাড়াবাড়ি না করার কথাও বলে সন্ত্রাসীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৯ এপ্রিল নগরকান্দার কোদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান তার স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী বেথী আক্তারকে ব্যাপক মারধর করে। পরে বেথীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর উক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সাসপেন্ড ও বিভাগীয় মামলা দায়ের করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ ঘটনার পর সাংবাদিক মিজান বাবুকে দায়ী করে স্থানীয় সন্ত্রাসী চক্র।
গত কয়েকদিন ধরে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাড়ীর বাইরে বের হলে চরম মাসুল দিতে হবে বলে সাবধান করা হয়েছে তাকে।
স্থানীয় পৌর যুবলীগের সহ সভাপতি ও মিরাকান্দা গ্রামের বাবুল একের পর এক হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৯