কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে রবিবার বিনামূল্যে বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার।
সভা শেষে ২০১৬-১৭ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়ানিক সার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৬/ রশিদা