সাভারে রানা প্লাজা ধসের তিন বছর পূর্ণ হল আজ। এ উপলক্ষে নানা কর্মসূচী পালিত হলেও তৈরী পোশাক কারখানায় ছুটি ঘোষনা না করায় ১৫ টি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন শ্রমিক।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাভার-বিরুলিয়া রোডে পূর্ব রাজাশন এলাকায় ভিশন গার্মেন্টস শ্রমিকরা কারখানায় প্রবেশ করে ছুটির জন্য বিক্ষোভ মিছিল করে। এ সময় মালিকপক্ষ ছুটি না দেয়ায় শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পাশের হাইপয়েন্ট, আজিম গ্রুপ, পাকিজা গ্রুপ সহ বিভিন্ন স্থানে অন্তত দশটি গার্মেন্টসে ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় ভাঙচুরে বাধা দেয়ায় শ্রমিকদের সাথে মালিক পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন শ্রমিক বিক্ষোভের মুখে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষনা করে কর্তৃপক্ষ।
এছাড়া যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৫