ফেনীর দাগনভূঞা আগুনে পুড়ে মো. আজাদ (২৮) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মাতুভূঞার ইউনিয়নের বাগেরহাট এলাকায় আলী কোম্পানির বাড়িতে রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
আজাদ স্থানীয় আলী কোম্পানীর ছেলে।
বাড়ির লোকজন জানায়, প্রতিদিনের মতো আজাদ রাতে রান্নাঘরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে তিনটার দিকে আগুন লেগে রান্নাঘরসহ আজাদও পুড়ে ছাই হয়ে যায়। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়দের ধারণা, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৬/ রশিদা