মাগুরায় চুলার আগুনে ১০টি পরিবারের ২১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসের।
রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার নালিয়ারডাঙ্গী গ্রামের গাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ওই পাড়ার ২১টি ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে পৌছে একটানা কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, এতে তাদের কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব