ফেনীতে গতকাল মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক চালকসহ অপর আরেকজনের মৃত্যু হয়।
গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ার হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক মিজানুর রহমান (৪৫) ও অটোরিকশা যাত্রী মো. মজু মিয়া (৬০)। তারা সোনাগাজী উপজেলার মতিগঞ্জ এলাকার বাসিন্দা।
ফেনী মহীপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ওই অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মিজানুর রহমান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মজু মিয়াকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/৬ মে ২০১৬/শরীফ