বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুল্লাহ নামে ৫ বছরের ১ শিশু নিষিদ্দ ইজিবাইকের নিচে চাপা পড়ে মারা গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে পোলেরহাট বাজারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শিশু আলতিবুরুজবাড়িয়া গ্রামের দিনমজুর বাচ্চু হাওলাদারের ছেলে ছিল।
এ ব্যাপারে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, দুর্ঘটনার পরে ইজিবাইকের চালক বাইকটি ফেলে পালিয়ে গেছেন। নিকটস্থ পোলেরহাট ফাঁড়ির পুলিশ বাইকটি আটক করেছে।
এদিকে, দুর্ঘটনার পরপরই শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইজি বাইকের মালিক হাফিজুল হাওলাদার বিষয়টি স্থানীয়ভাবে মিটমাটের জন্য দৌড়ঝাঁপ করছেন। থানায় এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি বলেও থানা সূত্রে জানা গেছে।
সড়ক মহাসড়কে ব্যাটারিচালিত অবৈধ যান চলাচলে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকলেও মোরেলগঞ্জের সকল সড়কেই অবাধে চলছে শতশত এমন অবৈধ যান। প্রতিদিনই সড়কে নামছে নুতন নুতন ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক।
বিডি-প্রতিদিন/৬ মে ২০১৬/শরীফ