সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় আব্দুল মমিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্য হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মমিন যুগনীদহ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, পারকোলা থেকে মমিন মোটরসাইকেলযোগে শাহজাদপুরের রওনা হয়। কিছু দূর যাবার পর পাবনা থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস পিছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মমিন ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৬ মে ২০১৬/শরীফ