পটুয়াখালীর কলাপাড়ায় মোবারক শিকদার(৭৫) নামে এক বৃদ্ধের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি চরে তার মৃতদেহ স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মহিপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো. মনিরুজ্জামন জানান, পারিবারের লোকজনদের কাছ থেকে শুনেছি এর আগে কয়েকবার স্ট্রোক করেছে ঐ বৃদ্ধ। বৃহস্পতিবার তিনি মিষ্টি আলু নিয়ে পুরান বাড়ি থেকে নতুন বাড়ি যাওয়ার পথে হঠাৎ তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-১১