বাগেরহাটের মোরেলগঞ্জে রাজাকার প্রীতির অভিযোগে নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহসান তালুকদারকে সভাপতির পদসহ দল থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে। ইউনিয়ন যুবলীগের এক বর্ধীত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মৃধা মনিরুজ্জামান জসিম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বাচ্চু জানান, সভাপতি শামীম আসান তালুকদার গেল জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরোধীতা করেছেন। সর্বশেষ দু’দফা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরোধীতা করে জামায়াত ও বিএনপির প্রার্থীর পক্ষে সরাসরি মাঠে কাজ করেছে এবং ভোট কিনেও দিয়েছেন।
এমন অনেক অভিযোগের প্রেক্ষিতে শামীম আহসানের বিরুদ্ধে দলীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় তাকে সভাপতির পদসহ দলের সদস্য পদ থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু বলেন, যুবলীগ সভাপতি শামীম আহসানের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অনেক অভিযোগ রয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে নিশানবাড়িয়া ইউপি যুবলীগ সভাপতি শামীম আহসান তালুকদার বলেন, ‘আমি দলের জন্য নিবেদিত। আমি ইউপি নির্বাচনে প্রার্থী থাকায় আমার উপর অনেকে ক্ষুব্ধ হয়। আমার সাংগঠনিক তৎপরতায় ওই ইউপিতে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছে। এসব কারনে অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে’।
বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-১২