ফেনীর পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হায়দার শারীরিক ভাবে লাঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনকুন্ডা রাস্তায় আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের কর্মকর্তারা জানান, সকালে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান পরশুরামের বিলোনিয়া স্থল বন্দরে যাওয়ার সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়েরুল বাশার তপন নৌ মন্ত্রীকে তার প্রতিষ্ঠিত ন্যাশনাল কিন্ডার গার্ডেন পরিদর্শনের জন্য নামানোর চেষ্টা করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হায়দার বাধা দিলে তিনি ও তার সহযোগীরা ক্ষেপে গিয়ে তাকে শারীরিক ভাবে লঞ্চিত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
পরশুরাম উপজেলা কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার হাবিব জানান, ইউএনও মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন।
এদিকে অভিযুক্ত খায়েরুল বাশার তপন ঘটনাটি অস্বীকার করে জানান, দুর্বৃত্তের হামলায় উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিব হায়দার আহত হওয়ার ঘটনা তিনি শুনেছেন। দেশের প্রচলিত আইনে অপরাধীর শাস্তি হবে বলেও তিনি জানান।
ফেনীর জেলা প্রশাসক মো. আমিনুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-২১