পরিকল্পিতভাবে উন্নয়ন করা হলে মানুষ তার সুফল পায় বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
তিনি বলেছেন, জনগণের বিভিন্ন চাহিদা ‘অগ্রাধিকার’ ভিত্তিতে পূরণের জন্য সরকার পর্যায়ক্রমে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘যারা ক্ষমতায় রয়েছি তারা মানুষের এই ন্যায্য পাওনাকে নিশ্চিত করতে একটি ধারাবাহিক পদ্ধতি অনুসরণ করি।’
শুক্রবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কয়েকটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সরকার ২০১৭ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে একটি ধারাবাহিক পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৬ মে ১৬/ সালাহ উদ্দীন