কুমিল্লার চৌদ্দগ্রামে আজ শনিবার সকালে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে লক্ষী রানী কর্মকার নামের এক নারী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহত লক্ষী রানী চট্টগ্রামের মেহেনা বাগ এলাকার লিলন চন্দ্র কর্মকারের স্ত্রী।
জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারযোগে (চট্টমেট্রো-গ-১২-৫৭৮৯) লক্ষী রানী কর্মকার ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের হাড়িসর্দার বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ লাশ ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ