কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিনুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। টিআর, কাবিখা প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের দায়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদের গত ২ মে তারিখে স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই তথ্য জানা গেছে।
একই সঙ্গে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক অভিযুক্ত চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। গত ২০১৪-২০১৫ অর্থ বছরে টিআর কাবিখা কর্মসূচি নিয়ম অনুযায়ী সদস্যদের ভাগবন্টন না করে নিজে ভুয়া রেজুলেশন তৈরি করে। এমনকি একাধিক প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। ওই অভিযোগের তদন্তে প্রমাণিত হওয়ার পর ওই ব্যবস্থা নেয়া বলে সাংবাদিকদের জানিয়েছেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন তালুকদার।
বিডি-প্রতিদিন/ ০৭ মে, ২০১৬/ আফরোজ