নাটোরের বাগাতিপাড়ায় সাদ্দাম হোসেন (২৫) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হাড়িরবিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাদ্দাম হোসেন বাগাতিপাড়ার ঘোড়লাজ গ্রামের ইনছার আলীর ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে সাদ্দাম হোসেন ভ্যান চালাতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের হাড়িরবিলে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ আসার আগেই তার স্বজনরা এসে সাদ্দাম হোসেনের লাশ শনাক্ত করেন। সাদ্দামের পকেটে ভ্যানের চাবি পাওয়া গেছে। ভ্যানটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা, করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই সাদ্দামকে হত্যা করা হয়েছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ