বাল্য বিয়ে দেয়ার অভিযোগে দিনাজপুরের খানসামায় বরের ভাই, মামা ও চাচাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার রাত ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান ভ্রাম্যমান আদালতে এ রায় দেন।
খানসাম থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর দর্জিপাড়ার সালাম হোসেনের কন্যা টংগুয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী বিউটি আক্তারের (১৩) বিয়ের আয়োজন চলছিল।
গোপন সুত্রে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমানের নেতৃত্বে পুলিশ রাতে বিয়ের অনুষ্ঠানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনেসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে ৩ জনকে আটক করেন।
আটককৃতদের রাতেই ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে আদালতের বিজ্ঞ বিচারক বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫ ও ৬ ধারা অনুযায়ী বরের ভাই সদুরুল ইসলাম (৩৫), বরের চাচা ওবাইদুল রহমানকে (৪৫) ১০ দিনের কারাদণ্ড ও বরের মামা মকবুল হোসেনকে (৪২) ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
তাদেরকে আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/ হিমেল-১৭