চতুর্থ দফায় অনুষ্ঠিত হাটহাজারীর সবকটি ইউনিয়ন পরিষদে পূররায় ভোটগ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির উপ-কোষাধ্যক্ষ এসএম ফজলুল হক।
লিখিত বক্তব্যে ফজলুল হক বলেন, ‘উপজেলার সব কটি ইউনিয়নে ভোট ডাকাতি হয়েছে। সুষ্ঠু ভোট হলে সব ইউনিয়নে বিএনপি জয়লাভ করতো।’ বহিরাগত সন্ত্রাসী বাহিনী প্রশাসনের সহযোগিতায় গুলি চালিয়ে ভোট কেড়ে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘ফটিকছড়ি, রাউজান ও নগর ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা পুরো হাটহাজারীতে ভোট ডাকাতির তাণ্ডব চালায়। ভোট ডাকাতি করতে গিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতারও হয়েছেন।’
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ