চট্টগ্রামে স্ত্রীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মিজানুর রহমান নামে এক ব্যক্তি। শনিবার গভীর রাতে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ওসি ফরিদ খোন্দকার বলেন, নিহত মিজানুর চরতি বাজার এলাকার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে স্ত্রীর সাথে তার পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এতে অভিমান করে রাতেই বিষপানে আত্মহত্যা করেন। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ