নোয়াখালী সদর উপজেলার তৃণমূল পর্যায়ের ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টিফিন বক্স বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সূবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন সিদ্দিকী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী এমপি বলেন, আর্দশ সমাজ গড়তে শিশু-কিশোর শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবক উভয়কেই আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
এমপি আরও বলেন, শিশু-কিশোর শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকারি উদ্যোগে প্রথম পর্যায়ে উপজেলার তৃণমূল পর্যায়ের ৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিফিন বক্স বিতরণ হচ্ছে। এ উপজেলার মোট ১৯৮টি সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ করা হবে। পরবর্তীতে জেলা অন্য সব উপজেলাও টিফিন বক্স বিতরণের এ ধারা অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ