নিখোঁজের চারদিন পর জামালপুরের সরিষাবাড়িতে আসিক নামে ৯ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভুরারবাড়ি এলাকার সুবর্ণখালী ব্রিজের নীচে এক ঝোপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভুরারবাড়ি এলাকার হতদরিদ্র নুরুল ইসলামের শিশুপুত্র আসিক নিখোঁজ হয় চারদিন আগে। সে একই এলাকার অ্যাকটিভ কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
রবিবার সকালে এলাকার লোকজন সুবর্ণখালী নদীর জঙ্গলের ভেতর শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় শিশুটির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। তবে হাতের বিচ্ছিন্ন অংশ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন জানিয়েছেন, ময়না তদন্তের জন্য শিশুটির লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী বাবলু সরকার ও তার ছেলে সবুজ মিয়াকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ