সিরাজগঞ্জের তাড়াশে একটি রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ এনছাব আলী (৩৯) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে র্যাব-১২ সদস্যরা উপজেলার ভিকমপুর গ্রামের সাইদুর রহমানের পুকুরপাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক। আটক এনছাব আলী তাড়াশ থানার সরাপপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এডিশনাল এসপি মো. আকরামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভিকমপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের লিজকৃত পুকুরের উত্তর ও পশ্চিম কোণে বিশেষ অভিযান চালিয়ে এনছাব আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি রিভলবার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক এনছাব আলী দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ