জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া ক্যাম্প কচুগাড়ী এলাকা থেকে ২৪ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি'র সদস্যরা। তার নাম মোহাম্মদ আলী রেন্টু (৪৫)।
গতকাল রাতে জয়পুরহাট-৩ বিজিবির পক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক হওয়া সোনা পাচারকারী মোহাম্মদ আলী রেন্টু পাঁচবিবি উপজেলার ভুইডোবা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
জয়পুরহাট-৩ বিজিবির কয়া ক্যাম্পের নায়েক নুরুল ইসলাম জানান, মোহাম্মদ আলী রেন্টু নামে এক ব্যক্তি কয়া ক্যাম্পের কচুগাড়ী এলাকা দিয়ে স্বর্ণ পাচার করে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
এ সময় তার শরীর তল্লাশি করে ২৪লাখ টাকা মূল্যের ৬০ ভরি ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় একটি মোটরসাইকেল ও নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল আটক করে বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে সন্ধ্যায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/৯ মে ২০১৬/শরীফ