সাতক্ষীরা-যশোর মহাসড়কে ছয়ঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুর রউফের স্ত্রী সাহিদা খাতুন (৪৫) ও তার মেয়ে সালমা খাতুন (১৭)। তারা দু’জনই ইটভাটায় কাজ করতেন। এছাড়া আমেনা খাতুন নামের আরও একজন মারা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহত দু'জন হলেন তুজুলপুর গ্রামের রনি ইসলাম ও ফাতেমা খাতুন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একে ট্রাভেলস পরিবহন ছয়ঘরিয়া নামক স্থানে পৌঁছলে যাত্রীবাহী একটি আটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পরিবহনটি তাদের শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমেনা খাতুনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৬/মাহবুব