নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো বটি দিয়ে চাচাকে গলা কেটে হত্যা করেছে সুমন নামে এক যুবক।
সোমবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন।
নিহতের নাম আকমল (৩০)। তিনি ওই এলাকার বলাই গণির ছেলে এবং ঘাতক যুবকের চাচা।
পুলিশ কর্মকর্তা তসলিম উদ্দিন জানান, বাড়ির জমি নিয়ে সুমনের বাবা সাদেক এবং তার ভাই আকমলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে সোমবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন উত্তেজিত হয়ে সামনে থাকা বটি দিয়ে চাচা আকমলের গলায় কোপ দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৬/মাহবুব