কক্সবাজারের টেকনাফে পুলিশ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। রবিবার গভীর রাতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক এসআই সুবীর পালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বাসষ্টেশনের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, হ্নীলা মৌলভী বাজার এলাকার মৃত মকবুল আহমদের ছেলে ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী ছৈয়দ আলম সিকদার ও দক্ষিণ ফুলের ডেইল এলাকার মৃত আবুল হাশিমের ছেলে শফিকুর রহমান, পূর্ব সিকদার পাড়ার মৃত ছৈয়দ আলমের ছেলে আবু তাহের ও পশ্চিম সিকদার পাড়ার মৃত নুর কামালের ছেলে মোশারফ আলী ও হোয়াইক্যং খারাংখালী নাছরপাড়ার মৃত গোলাম হোছনের ছেলে আব্দুল খালেক।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, সাম্প্রতিক সময়ে টেকনাফের প্রত্যন্ত এলাকায় আবাসিক হোটেল, ভাড়াবাসা, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি খোলা জায়গায় জুয়াড়িদের উৎপাত আশংকাজনক হারে বেড়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-০২