কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবাসহ ১ যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় অপর ২ যুবককে পলাতক আসামী করেছে বিজিবি।
বিজিবি সুত্র জানায়, সোমবার ভোর রাতে টেকনাফ ২ বর্ডারগার্ড ব্যাটালিয়নের টেকনাফ বিওপির নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাস মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে টহলে যায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা পৌর এলাকার মধ্যম জালিয়াপাড়ার মোঃ শফির পুত্র মোঃ রুবেল (২৫) কে গ্রেফতার করে।
এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তার স্বীকারোক্তি মতে অপর সহযোগী দক্ষিণ জালিয়াপাড়ার মোঃ ওসমানের ছেলে মোঃ জোবায়ের (২৮) ও মৃত আব্দুল গাফফারের ছেলে মোজাম্মেল হক (২৬) কে পলাতক আসামী করে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-০৩