যশোর কেন্দ্রীয় কারাগার চত্বরে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত সাড় ৯টার দিকে কারাগারের পশ্চিম পাশের রাস্তা থেকে দুর্বৃত্তরা বোমাটি ছুঁড়ে মারে। বোমাটি কারারক্ষী ব্যারাকের ওপর দিয়ে গ্যারেজের কাছে পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
যশোর কেন্দ্রীয় কারাগারে সিনিয়র সুপার শাজাহান আহমেদ বোমা বিস্ফোরিত হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আতঙ্ক বা ভীতি সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে’।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, ‘কারা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। বিস্ফোরিত বোমা আলমত সংগ্রহের চেষ্টা করি। কিন্তু কোন আলামত পাওয়া যায়নি’।
এর আগে গত বছর ১ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে প্রায় একই স্থান থেকে কারাগার চত্বরে বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। সে সময় বোমাটি কারারক্ষী বিল্লালের বাসভবনের বাথরুমের ছাদে বিস্ফোরিত হয়। এসময় বোমার স্প্রিন্টারের আঘাতে একটি বালতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরও এক সপ্তাহ আগে কারাগারের জায়গায় অবস্থিত জনৈক কামালের দোকানে বোমা হামলা হয়েছিল।
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৬/মাহবুব