রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জাহিদুল ইসলাম মারা গেছেন। আজ ভোরে বেসরকারি সিডিএম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাম কানের পাশ দিয়ে গুলি লেগে মাথা দিয়ে বের হয়ে যায়।
শনিবার বিকেলের ওই ঘটনার পর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাাতলে আনা হয়। সেখান থেকে পাশের বেসরকারি সিডিএম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।
সিডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কোয়েল হোসেন জানান, সোমবার ভোর ৫ টার দিকে জাহিদুল ইসলাম মারা যান। পরে তার লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। স্বজনরা লাশ বুঝে নেওয়ার পর পুলিশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ গুলি চালায়। এতে আগেই দুইজন নিহত হন। আজ আরও একজন মারা যান। এনিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৩।
বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-১২