দিনাজপুরের বীরগঞ্জে বজ্রপাতে চিত্রা রানী রায় (২৭) নামে এক কৃষি নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত চিত্রা বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ গ্রামের পদ্ম রায়ের স্ত্রী ছিলেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুন্দরী হাট গাছ গ্রামের সোনাকান্দর নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রবীন চন্দ্র রায় জানান, চিত্রা রাণী রায় সকালে সুন্দরী হাট গাছ গ্রামের সোনাকান্দরে ভজ হরি চক্রবর্তীর জমিতে ধান কাটতে যান। সেখানে কাজ করার সময় দুপুর সাড়ে ১২টায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি দেখে চিত্রা রাণী নিরাপদ স্থানের সন্ধানে যাওয়ার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. মাহামুদুল হাসান পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ মে ২০১৬/শরীফ