বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দেবার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার সকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলীপুর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে আসলে পুলিশ তাতে বাধা দেয়।
এদিকে, বেলা ১২টার দিকে জেলা ছাত্রদল একটি মিছিল বের করে। আলীপুর মোড় থেকে মিছিল বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মুরাদ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ মে, ২০১৬/ আফরোজ