চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে শিহাব হোসেন (১৫) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্র মারা গেছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ৬৬ নং মেইন পিলারের কাছে গুলিবিদ্ধ হয় শিহাব।
পরে তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিহাব জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে এবং গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, শিহাব হোসেন আজ সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত সংলগ্ন একটি আমবাগানে আম পাড়তে যায়। এসময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে। শিহাব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় শিহাব।
পরে এলাকার লোকজন শিহাবকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজিবি পরিচালক আরো জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।
গোয়ালপাড়া এলাকার সাবেক ইউপি মেম্বর জালাল উদ্দিন জানান, বিএসএফ সদস্যরা বিনা উষ্কানিতে একজন নিরীহ স্কুলছাত্রকে গুলি করে হত্যা করেছে। রাষ্ট্রীয়ভাবে এ হত্যার বিচার চাওয়া উচিত।
জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহিনা আফরিন লিয়া জানান, সকাল ১১টার দিকে শিহাব হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার পেটের ডানদিকে গুলি লেগেছে।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-১৭