কুড়িগ্রামের রাজীবপুরে ছিনতাইয়ের ১০ মিনিটের মধ্যে ছিনতাই হওয়া দুই গরুসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পুলিশের গাড়ি দেখে তিন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আব্দুল বারেক (৪০) ও মোহাম্মদ আব্দুল্লাহকে (৩৫) আটক করতে সক্ষম হয় পুলিশ।
শুক্রবার দিবাগত মধ্যরাতে রৌমারী-জামালপুর সংযোগ সড়কের রাজীবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ৭ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
রাজীবপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, "রৌমারীর হাট থেকে গরু কিনে নছিমনযোগে পাথরের চর যাচ্ছিলেন দুই গরু ব্যবসায়ী। রাজীবপুর থানার অধীনে স্লুইসগেইট এলাকার গরু বহনকারী ভটভটি বিকল হলে পাঁচজনের একদল ছিনতাইকারী গরু ব্যবসায়ীদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা ও দুটি গরু ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঠিক ওই মুহূর্তে আমাদের টহল ঐ এলাকায় পৌঁছায়। এ সময় আমাদের কাছে ছিনতাইয়ের অভিযোগ করে গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও আব্দুল গফুর। পরে গরুসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।"
ছিনতাইয়ের শিকার ওই দুই গরু ব্যবসায়ীর বাড়ি পার্শ্ববর্তী এলাকা দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গোয়ালকান্দা গ্রামে। তারা বলেন, "আমরা দীর্ঘদিন থেকে গরুর ব্যবসা করি। রৌমারী ও রাজীবপুরের বিভিন্ন হাট থেকে গরু কিনে অন্য জায়গায় বিক্রি করি।"
রাজীবপুর থানার ওসি প্রীথৃশ কুমার বলেন, "গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। তাছাড়া তারা হেরোইনও বিক্রি করে।"
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-১৮