কুড়িগ্রামের রৌমারীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীতে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, দাঁতভাঙ্গার পাশ্ববর্তি ছোট ধনতলা গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছা্ত্রী এক দোকানে জুতা কিনতে যায়। এসময় দোকানদার মিজানুর রহমান (২৫) ভাল জুতা দেয়ার কথা বলে গোডাউন ঘরে নিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই ছাত্রী পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় শুক্রবার রাত ২ টায় রৌমারী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ধর্ষণের চেষ্টাকারী মিজানুর রহমান পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-১৯