চাঁপাইনবাবগঞ্জে শরিফুল ইসলাম (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি লিচু গাছের নিচে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
শরিফুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার এনামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন লিচু গাছের নিচে লাশটি দেখতে পেয়ে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে গাছে লিচু পারতে গিয়ে গাছ থেকে পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-২০