পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, 'সরকার বিদ্যুতের উৎপাদন বাড়াতে স্বল্প মেয়াদী উৎপাদন কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেখান থেকে এখন দীর্ঘ মেয়াদী উৎপাদন কেন্দ্রে আমরা যাচ্ছি। এজন্য একক খাত হিসেবে বিদ্যুতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ বেশী দেয়া হয়েছে।'
আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রেন্টাল পাওয়ার প্লান্টের কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। মন্ত্রী বলেন, বাংলাদশের উন্নয়নকে বিশ্ববাসী এখন মিরাকল ডেভেলপমেন্ট বলে। এদেশকে আমরা সবাই এগিয়ে নিয়ে যেতে চাই, সকলে মিলে আমরা দেশের উন্নয়ন করবো।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী নেপালের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য এ অঞ্চলে রেল লাইন সম্প্রসারণ করা হয়েছে। দেশে এখন কাজের অনেক ক্ষেত্র তৈরী হয়েছে, অনেক বিদেশী বাংলাদেশে কাজ করছে।
এসময় তিনি অবৈধভাবে বিদেশে না যাওয়ার জন্য পরামর্শ দেন।
মোসাদের সাথে বিএনপির সম্পর্কের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বারা কতটুকু দল পরিচালিত হয় আর তারেক জিয়ার দ্বারা দল কতটুকু পরিচালিত হয় তা নিয়ে সন্দেহ রয়েছে।
আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক আলাউদ্দীন ও পিডিবি ও পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চীনের কারিগরি সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান 'সিনহা পাওয়ার প্লান্ট' ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্টটি বাস্তবায়ন করছে। ২০১৭ সালের মার্চ মাসে এর কাজ শেষ হবে।
বিডি প্রতিদিন/ ১৪ মে ২০১৬/ হিমেল-২১