ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন আসল প্রতিবন্ধী তারা যারা সন্ত্রাস, খুন, চাঁদাবাজী, দুর্নীতি-রাহাজানী করে। কারণ তারা চোখে দেখে কিন্তু তাদের পৃথিবীটা অন্ধকার। তাদের মনটা অন্ধকার, তাদের মনের ভেতর টা অন্ধকার। আপনারা যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের পৃথিবীটা অন্ধকার হলেও মনটা অনেক আলোকিত। আপনারা মনের আনন্দে সকল দুঃথ ঘুচিয়ে দিতে পারেন। আপনারা যখন নীতির পথে চলেন, আদর্শের পথে চলেন তারা কিন্তু সেই আলোয় পৃথিবীটাকে আলোকিত করেন।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের মেধা অন্বেষণ ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পঞ্চগড়ের বেসরকারি উন্নয়ন সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের পঞ্চগড় জেলার সভাপতি আব্দুল মজিদ বাবুল।
সংস্থাটির সভাপতি ফরিদা আক্তার হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন