চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অনিয়ম তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বুয়েটের এক প্রতিনিধিদল।
শনিবার সকাল ১১টায় বুয়েটের পরিকল্পনা বিভাগের পরিচালক প্রতাপ কুমার মন্ডলের নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম চুয়াডাঙ্গার দর্শনায় এসে নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন।
এ সময় তারা স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসীর সাথে কথা বলেন এবং ভবনের বিভিন্ন অংশ ভেঙে দেখেন।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দুই কোটি ৪২ লাখ টাকা খরচে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভবন নির্মাণের কাজ শুরু হয়। আগামী জুন মাসে ভবনটি হস্তান্তরের কথা আছে। এরই মধ্যে এলাকাবাসীর মধ্যে ভবনের ঢালাইকাজে বাঁশের ব্যবহারের বিষয়টি জানাজানি হলে তা সারাদেশে আলোচিত হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন