লক্ষ্মীপুরের রামগতিতে ৭ মামলার আসামী ডাকাত অজি উল্যাহ ও তার সহযোগী নিজাম উদ্দিনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার বড়খেরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি ২টি ছেনি ও ১টি কিরিছ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অজিউল্যা বড়খেরী এলাকার আনিছুল হকের ছেলে এবং নিজাম উপজেলার চর আফজাল এলাকার জামাল উদ্দিনের ছেলে।
এ দিকে একই দিন বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, অজি উল্লাহ স্থানীয় চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে নোয়াখালী, ভোলা ও রামগতি থানায় হত্যা - ডাকাতিসহ ৭টি মামলা ও ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী নিজামকে অস্ত্রসহ গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন