টেকনাফে কয়েকটি টিভি চ্যানেলের স্থানীয় সাংবাদিকদের উপর ইয়াবা সম্রাট ভূট্রো বাহিনীর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এ কর্মসূচীর আয়োজন করে।
কর্মসূচীতে ময়মনসিংহের সকল সাংবাদিক সংগঠন অংশ নেয়। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সারা দেশের সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেয়া হয়।
প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন, বিএফইউজে’র কেন্দ্রীয় কমিটির সদস্য মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারন সম্পাদক আবু সালেহ মো: মূসা, গনতান্ত্রিক আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নাগরিক আন্দোলনের নেতা এডভোকেট শিব্বির আহমেদ লিটন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন