সিলেটের জাফলংয়ে পাথর তুলতে গিয়ে বালু চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মশকর আলী (৪৮) নামের ওই শ্রমিক পশ্চিম জাফলং ইউনিয়নের ছাতারগ্রামের মৃত আম্বর আলীর ছেলে।
শনিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার জাফলংয়ে পাথর উত্তোলনের সময় ‘বোমা মেশিন’র পাইপে আটকে আরেক শ্রমিকের মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, জাফলংয়ে নদীর মধ্যে ডুব দিয়ে পাথর উত্তোলনের কাজ করছিলেন মশকর আলী। এসময় বালুচাপা পড়ে তার মৃত্যু হয়।
লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার এসআই নাসির উদ্দিন।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন