কুমিল্লার নাঙ্গলকোটের একটি ডাকাতি মামলার আসামী চৌদ্দগ্রামের জামসেদ মজুমদারকে (৩২) আটক করেছে পুলিশ।
সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামের মরহুম ডাঃ আবুল হাশেম মজুমদারের ছেলে।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এরআগে তাকে শুক্রবার সন্ধ্যায় মরকটা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন জানান, ‘নাঙ্গলকোটের একটি ডাকাতি মামলা ও মরকটা গ্রামের একটি মারামারির ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে’।
খোঁজ নিয়ে জানা গেছে, জামসেদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মারামারি, ছিনতাই ও ডাকাতির একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। এরআগে দীর্ঘদিন সে জেলও খেটেছিল।
বিডি-প্রতিদিন/ ১৪ মে ১৬/ সালাহ উদ্দীন